ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেফতার ১

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে নাঈম নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাঈম জামালপুর সদর সরিষাবাড়ী এলাকার ভুরার বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। নাঈম আনন্দমোহন কলেজের অনার্স গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) রাতে ময়মনসিংহ থেকে নাজমুল এহসান নাঈম নামের একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...