মানিকছড়িতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

পিবিএ, মানিকছড়ি : মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা মো. মাসুদ রানা বাপ্পী (২৩)কে ১০ পিস ইয়াবাসহ তার দুই সহযোগিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মানিকছড়ি থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার মহামুনি বাসস্ট্রেশন থেকে কলেজ ছাত্রলীগ নেতা মো.মাসুদ রানা বাপ্পী (২৩) পিতা. মৃত.আবদুল বারেক, সাং মুসলিম পাড়া, মানিকছড়ি, আবু তাহের (২৪) পিতা সুলতান আহম্মদ ,উখিয়া, কক্সবাজার ও আবদুস সাত্তার (৩৭) পিতা মৃত. সাবের আহম্মেদ, সাং পাকুরিয়া, চকবাজার, চট্টগ্রামকে ১০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর ১০(ক)/৪১ মূলে মামলা দায়ের করে পুলিশ। মামলা নং (১) তারিখ- ১.৮.২০১৯ইং।

এ দিকে শুক্রবার দুপুর ১.০৫ মিনিটে আটক ছাত্রলীগ নেতা ও ২সহযোগিকে জামাই আদরে থানায় সিএনজি ডেকে নিয়ে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করে পুলিশ। পুলিশের এমন ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পিবিএ/ মোঃ জাকির হোসেন/জেডআই

আরও পড়ুন...