পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (০৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের জয়ের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার গোড়াই জয়ের পাড়া গ্রামের মৃত মুসলেম উদ্দিনের মেয়ে হাজেরা খাতুন (৪০)।
মির্জাপুর থানার এ. এস আই বিশ্বজিৎ পিবিএ’কে জানায়, ২০০৩ সালে জয়পুরহাট সদর থানায় করা একটি মাদক মামলায় (যার মামলা নং-(২৯/০৩) তার দুই বছরের সাজা হয়। পরে আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। হাজেরা সীমান্তবর্তী ঐ এলাকায় সে মাদক চোরাচালানের কাজ করতো। ২০০৩ সালে ফেনসিডিলসহ গ্রেফতারের পর তার বিরুদ্ধে ঐ মামলা দেয়া হয়েছিল।
পিবিএ/টিএ/হক