পিবিএ,রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার দোলয়া এলাকায় প্রকাশ্যে সরকারি গাছ নিধন চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেন(৪৩) সরকারের বিধিনিষেধ না মেনে অবাদে শতশত গাছ কেটে নিজের গুদামে নিয়ে যাচ্ছে,এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান টুটুল কে জিজ্ঞেসাা করা হলে তিনি পিবিএকে জানান আমরা খবর পেয়ে তাকে গাছ না কাটার জন্য বলা হয়, এর পরেও কোন প্রকার কথা না শুনে রাস্তার পাশে থাকা গাছগুলো কেটে ফেলছে ।
এ বিষয়ে চৌকিদার সামসুল হক জানান, আমি তাদের কে গাছ কাটার জন্য বারণ করলে আনোয়ার হোসেন আমার উপর ক্ষিপ্ত হয় এবং গালিগালাজ করতে থাকলে আমি বিষয়টি চেয়ারম্যান কে জানাই।
এ ব্যাপারে স্থানিয় সাইফুল ইসলাম বলেন রাতের আধারে আনোয়ার অনেক গাছ কেটে গোপনে বিক্রি করে দেয় কিন্তু এভাবে সরকারী গাছ কেনোই বা তারা কাটছে তা আমাদের বোধগম্য নয়। সরকারের সম্পদ সরকারি কর্মকর্তারে যেনো রক্ষা করে সেটি আমাদের চাওয়া।
পিবিএ /এএস/হক