
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: শহীদের আতœত্যাগ ও পবিত্র রক্তের স্রোতে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ভাসিয়ে দেওয়ার অঙ্গীকার করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলনে সকল জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতারা।
রোববার (৪ মে) সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর শহীদ তপন জ্যোতি চাকমা (বর্মা) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির( এমএনলারমা) সহ সভাপতি বীর শহীদ এডভোকেট শক্তিমান চাকমার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরন সভার আয়োজন করা হয়।
শুরুতে শহীদদের অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে পুষ্পমাল্য অর্পণ করেন ইউপিডিএফ (গনতান্ত্রিক) দলের কেন্দ্রীয় কমিটি,পিসিপি (গনতান্ত্রিক),কেন্দ্রীয় কমিটিসহ গন্যমান্যরা। স্মরনসভার শুরুতে অধিকার আদায়ের সংগ্রামে শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। পরে স্মরণ সভায় সভাপতিত্ব করেন, মধুপুর গ্রামের কার্বারী কালাসোনা চাকমা।
ইউপিডিএফ গনতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, ছাত্রনেতা বিজয় চাকমা, ইউপিডিএফ গনতান্ত্রিক এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা প্রমূখ। সভায় দলীয় কর্মী,পিসিপির কর্মী ছাড়াও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।