রণবীর-আলিয়ার বিয়ের খবর দীপিকা জানালেন

পিবিএ, ডেস্ক : এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
শীঘ্রই মুক্তি পাবে এই জুটি অভিনীত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র, এই ছবির শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে জানা যায়। কিন্তু রণবীর-আলিয়া তাদের বিয়ে নিয়ে মুখ না খুললেও ভরা হাটে তাদের হাঁড়ি ভেঙেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে একসঙ্গে ছিলেন দীপিকা, আলিয়া, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, মনোজ বাজপেয়ী, দক্ষিণী তারকা পার্বতী তিরুবতু, বিজয় দেবেরাকোন্ডা ও বিজয় সেতুপতি। বিজয় দেবেরাকোন্ডাকে প্রশ্ন করা হয় কোন কোন ভারতীয় অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে তিনি উপদেশ নিতে চান।জবাবে বিজয় বলেন, বলতে লজ্জা নেই এখানে এমন অনেকে আছেন, যাদের প্রতি আমার বিরাট দুর্বলতা আছে। দীপিকা আর আলিয়াকে ভালো লাগে। দীপিকা এখন বিবাহিত কিন্তু.. বিজয় আর কিছু বলার আগেই দীপিকা বলে ওঠেন, আলিয়াও তো বিয়ে করছে!

দেবেরাকোন্ডা বলেন, আলিয়া বিয়ে করছে? বিজয়ের বিস্ময় দেখে আলিয়া বলেন, আর এটা কেন বলে ফেললে? দীপিকা তখন তাড়াতাড়ি এই বলে সামাল দেন যে, তিনি দেবেরাকোন্ডার প্রতিক্রিয়া দেখার জন্য ইচ্ছে করে এমনটা বলেছেন!

আলিয়া-রণবীর অবশ্য বিয়ে নিয়ে তেমন উচ্চবাচ্য করেন না। তাদের হাবভাব দেখে মনে হয়, এখনই তাদের বিয়ের ইচ্ছে নেই। একটা সময় এই দীপিকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুর।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...