রাজধানীর চকবাজারে ভয়াবহ আগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৩৭ ইউনিট

অগ্নিকাণ্ড
রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

পিবিএ,ঢাকা: রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসছে বলে জানা যায়।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চকবাজার চুরিহাট্টা এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে আগুন নেভাতে কাজ করছেন স্থানীয়রা। যে যেভাবে পারছেন পানি সরবরাহ করে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে সাহায্য করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। তবে আশপাশের এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি উপস্থিত দেখা গেছে পুলিশ ও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্যকে।।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা সর্বপ্রথম একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেই সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়েছে বলে তারা মনে করছেন

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান পিবিএ’কে জানান, চকবাজারে চুরিহাট্টা মসজিদ গলির একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট। আগুন পাশাপাশি দুই ভবনে ছড়িয়ে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি সূত্র জানায়, চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ১৬ ও আহত ৩০ জনের মতো ঢামেক হাসপাতালে এসেছে। আহতের সংখা বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...