রেকর্ড জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচে সফরকারীদের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। এ অবস্থায় ব্যাট করতে নেমে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানরা।

দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৪২৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক লিটন দাস। এতে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৬২ রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা।

এদিন আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও আব্দুল মালিক। ইনিংসের প্রথম বলেই জাদরানকে লেগ বিফরের ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম। পরের ওভারে আনন্দে মাতেন তাসকিন আহমেদও। লিটন দাসের তালুবন্দী হয়ে ৫ রানে সাজঘরে ফেরেন আব্দুল মালিক।

পরে নাসির জামালকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন রহমত শাহ। তৃতীয় দিনের শেষ বেলাতে রহমত (১০) ও নাসির (৫) রানে অপরাজিত ছিলেন। বাকি দুই দিনে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে আফগানদের প্রয়োজন ৬১৬ রান।

এর আগে এক উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগেরদিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই আপন ছন্দে এগোতে থাকেন দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।

প্রথম ঘণ্টা নির্বিঘ্নেই পার করেন শান্ত ও জাকির। তবে এরপরই ছন্দপতন। ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন জাকির। যার মাধ্যমে ভাঙে শান্তর সঙ্গে তার ১৭৩ রানের জুটি। এ ওপেনার ফেরেন ৭১ রানে।

সঙ্গীকে হারালেও থামেনি শান্তর ব্যাট। ১১৫ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। যে পথে হাঁকান ১৩টি চার। এর মাধ্যমে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির বিরল রেকর্ডেও নাম লিখিয়েছেন এ ব্যাটার।

শান্তর এই অগ্রযাত্রা থামে ১২৪ রানে। তাকে ফেরানোর পর একই ওভারে পান দ্বিতীয় সাফল্যের দেখা পান জহির খান। এ সময় তিনি ফেরান মুশফিকুর রহিমকে। মাত্র ৮ রান করেন মুশি।

অল্প সময়ের মাঝে দুই ব্যাটারের বিদায়ের পরও ম্যাচে ছড়ি ঘোরাচ্ছেন টাইগার ব্যাটাররা। এরই মাঝে ফিফটি করেছেন লিটন। জহিরকে প্যাডল সুইপের মাধ্যমে চার হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি।

লিটনের ফিফটির পর সেঞ্চুরির দেখা পান মুমিনুল হক। দীর্ঘদিন পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন লিটল মাস্টার। আপার কাটের মাধ্যমে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরির দেখা পান তিনি। ১২৩ বলে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার।

শেষ পর্যন্ত ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন লিটন ও মুমিনুল। এ সময় দুজন অপরাজিত ছিলেন যথাক্রমে ৬৬ ও ১২১ রানে। আফগানদের হয়ে জহির দুটি ও আমির হামজা একটি করে উইকেট শিকার করেন।

বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ডেলিভারি ইব্রাহিম জাদরানের প্যাডে লাগার পর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। জাদরান (০) অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। দেখা যায় বল সরাসরি তার লেগ স্টাম্পে আঘাত করতো।

মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তোলার পর অধিনায়ক লিটন দাস থামার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৬১ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে ৬৬২ করতে হবে আফগানদের। যদিও টেস্টে সর্বোচ্চ রান তাড়ার বিশ্বরেকর্ড ৪১৮ রানের।

আরও পড়ুন...