পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী বাজারে বালু বোঝাই ট্রাক চাপায় অনিক (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অনিক কাতলাগাড়ী গ্রামের লিটন মিয়ার ছেলে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আক্কাচ আলী জানান, সকালে শিশুটি কাতলাগাড়ী বাজারে রাস্তার পাশে দাড়িয়ে খেলা করছিল। ওই সময় শৈলকুপা থেকে কাতলাগাড়ী বাজারগামী একটি বালু বোঝাই ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, বিক্ষুব্ধ জনতা সে সময় বালু বোঝাই মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিবিএ/এ/হক