‘শাকিব খানের চেহারা ভালো হলেও, হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন’

পিবিএ ডেস্ক: আগামী ২৭ মার্চ মুক্তি পাবে হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’। ইতমধ্যে সেন্সর বোর্ডে ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী। নাম ভূমিকায় রয়েছেন হিরো আলম।

পরিচালক মুকুল নেত্রবাদী দাবি করেছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানের চেহারা ভালো হলেও তিনি হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন। হিরো আলমের বিপরীতে তিন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন, সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নবাগত নুসরাত।

হিরো আলমকে সাহসী দাবি করে পরিচালক মুকুল নেত্রবাদী বলেন, ”ছবির নাম যেমন ‘সাহসী হিরো আলম’ সত্যিকার অর্থেই আলম অনেক সাহসী মানুষ। আর তার জীবন নিয়েই ছবিটি নির্মাণ করা হয়েছে।”

ছবিটি জনপ্রিয়তা পাবে আশা করে এ পরিচালক আরো বলেন, ”শাকিব খানের ছবিতে যেমন ফাইট, ড্যান্স থাকে; এই ছবিতেও আছে। যেকোনো কমার্শিয়াল ছবির চেয়ে এটি কম নয়। ছবিটি ভালো ব্যবসা করবে বলে আমি আশা করি।

হিরো আলম বলেন, ”আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পায় না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’। আমার বিশ্বাস অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে।”

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...