পিবিএ ডেস্ক: রাজস্থানের উদয়পুরে শিশুদের সঙ্গে জমিয়ে নাচলেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সোনাক্ষী সিনহা ও সালমান খান। তাদের সেই নাচের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
দাবাং থ্রি-র প্রমোশনে সম্প্রতি উদয়পুরে হাজির হয়েছিলেন সালমান খান ও সোনাক্ষী সিনহা। সেখানে হাজির হয়ে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে নাচলেন সালমান খান। সালমানের সঙ্গে সোনাক্ষী সিনহাও ক্যামেরার সামনে ওই শিশুদের সঙ্গে নাচতে শুরু করেন।
সালমানের সঙ্গে সেখানে ছিলেন অভিনেত্রী বীণা কাকও। ছিলেন দাবাং থ্রি-র পরিচালক প্রভু দেবাও। সবাই মিলেই উদয়পুরে উমং ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশুদের সঙ্গে নাচাগানা করেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
পিবিএ/বিএইচ
Dancing with special children of Umang in Jaipur ‘yu karke’ 😘@binaakak @sonakshisinha @PDdancing @SKFilmsOfficial pic.twitter.com/FnHovZVUp9
— Salman Khan (@BeingSalmanKhan) November 22, 2019