
শিশুরা সব সময় চায় পড়াশুনার পাশাপাশি একটু বিনোদন। তাই বিনোদনের জন্য বিভিন্ন পার্ক বা দর্শনীয় স্থানে ঘুরতে যায় শিশুসহ পরিবারের সদস্যরা। আর পার্কে রাউন্ড স্লিপার চরে আনন্দে মেতেছে শিশুরা। ছবিটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলি বাবা থিম পার্ক থেকে তোলা। বৃহস্পতিবার, ২০ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
