শুটিং সেটে দুর্ঘটনায় আক্রান্ত হন এই অভিনেত্রী পরিণীতি

পিবিএ ডেস্ক: ভক্তদের জন্য বড়সড় দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবির চরিত্রের প্রয়োজনে বেশ সিরিয়াসলি ব্যাডমিনটন খেলা শিখছিলেন তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। অসাবধানতাবশত আহত হন নায়িকা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, খ্যাতিমান অলিম্পিয়ান ও ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের জীবনী নিয়ে নির্মিতব্য ছবি ‘সাইনা’-তে অভিনয় করছেন পরিণীতি। আর এর জন্য দীর্ঘদিন সময় নিয়ে ব্যাডমিন্টন খেলা শিখেছেন তিনি। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সম্প্রতি শুটিং সেটে দুর্ঘটনায় আক্রান্ত হন এই অভিনেত্রী।

https://www.instagram.com/p/B42T0NXADeX/?utm_source=ig_embed

আহত অবস্থায় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন পরিণীতি। “আমি ও ‘সাইনা’র পুরো টিম আমার ইনজুরি ঠেকাতে বেশ সাবধান ছিল। তবুও ঘটনাটি ঘটল। ‘সাইনা’র জন্য ব্যাডমিন্টন খেলা শুরু করতে পারার আগে যতটুকু সম্ভব বিশ্রাম নেব,” ক্যাপশনে লিখেছেন পরিণীতি।

https://www.instagram.com/p/B44t92BgWWh/?utm_source=ig_embed

শুক্রবার এক পোস্টে পরিণীতি জানিয়েছিলেন, ছবিটির শুটিং শেষ করতে আর মাত্র ৩০ দিন বাকি আছে । এর আগে ‘সাইনা’-তে অভিনয়ের ব্যাপারে নিজের মতামত তুলে ধরেছিলেন তিনি। এই ছবিতে অভিনয় করা তাঁর জন্য সঠিক উল্লেখ করে তিনি বলেন, ‘ছবির পরিচালক ও তাঁর দল আমার প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করেছেন। পর্দাতে সব তথ্য তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ। আমি খুশি, সেইসঙ্গে অনেক বেশি চিন্তিত।

পরিণীতিকে আগামীতে কল্পকাহিনি নিয়ে নির্মিত ছবি ‘ফ্রোজেন টু’-তে কণ্ঠ দিতে দেখা যাবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...