
সবজির ভান্ডার হিসাবে বিখ্যাত জেলা বলা হয় গাইবান্ধাকে। প্রতিবছরের মতো এবছরেও গোল আলুর চাষাবাদ করা হয়েছে। আলু চাষের প্রথম দিকে বেশ ভালো থাকলেও মাঝপথেই দেখা দিয়েছে কাটুই অথবা জাব পোকার আক্রমণ। তাই পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কিটনাশক দিয়ে স্প্রে করছেন এক কৃষক। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইডপুর সরকারতারি এলাকা থেকে তোলা। সোমবার, ১৩ ডিসেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
