
সবজির ভান্ডার হিসাবে বিখ্যাত জেলা বলা হয় গাইবান্ধাকে। এবছর কার্তিক মাসের শুরুতেই আগাম সেভেন জাতের আলু চাষ করা হয়েছে জেলা জুড়েই। প্রতি বছরের তুলনায় এবছর আলু ফলন ও বেশ ভালোই হয়েছে। আগাম বাজার-জাত করায় বেশি দামেই বিক্রি করতে পেরে খুশি আলু চাষিরা। জমির পরিপক্ক আলু তুলতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা। ছবিটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর থেকে তোলা। রোববার, ২৬ ডিসেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
