
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধ শতকে লিডের পথে রয়েছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে ৪৪ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতেতে গেছে টিম টাইগার্স।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ১৭০ রান।
বুধবার (৫ এপ্রিল) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথমদিন ১৮০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। মাত্র ৫ রান যোগ করে মুমিনুল সাজঘরে ফেরেন ১৭ রান করে।
এরপর সাকিবের পাল্টা আক্রমণ ও সাবধানী মুশফিকে প্রতিরোধ করে বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। এছাড়া মুশফিকের সঙ্গে জুটিরও সেঞ্চুরি হয়ে গেছে সাকিবের।
বাংলাদেশ দলপতি সাকিবের পর ক্যারিয়ারের ২৬তম অর্ধ শতকের দেখা পান মুশফিকও। এদিন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সাকিব ৭৪ ও মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন।
এর আগে, ঢাকা টেস্টের প্রথমদিন আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে ৩৪ রানে দুই উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করে টাইগাররা।