সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ২২ রোহিঙ্গা আটক

পিবিএ কক্সবাজার: সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে ফের ২২ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত ১০ টার দিকে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তরলম্বী উপকূলীয় এলাকা দিয়ে সাগরপথে বেশ কিছু রোহিঙ্গার মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া যায়। এ সময় হাবিলদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১১ জন শিশু, ১০ জন নারী ও একজন পুরুষ রয়েছেন। সবাই উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন বলে জানান তিনি।

এর আগের দুই দিনে উখিয়া-টেকনাফ উপকূলীয় এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৭০ রোহিঙ্গাকে উদ্ধার করা করেছিল বিজিবি ও পুলিশ।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেও মালয়েশিয়া পাচারকালে টেকনাফের পৃথক তিন স্থান থেকে ২ দালালসহ ৫০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছিল বিজিবি। তারাও টেকনাফ, উখিয়ার বিভিন্ন ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা।

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...