সারাকে কোলে তুলে কার্তিকের তুমুল নাচ, ভাইরাল (ভিডিওসহ)

সারাকে কোলে তুলে কার্তিকের তুমুল নাচ, ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ,বিনোদন: আর কিছুদিনের অপেক্ষা, তার পরেই রিলিজ হতে চলেছে ইমতিয়াজ আলীর বহু প্রতীক্ষীত ছবি “লাভ আজ কাল’। সেই ছবিতে জুটি বেদেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ান। আগামী ১৪ ফেব্রুয়ারী ভেলেন্টাইন্সের দিন মুক্তি পাচ্ছে এই ভালোবাসার ছবি। ইমতিয়াজ আলীর ছবি মানেই একটি আলাদা কিছু। আলাদা প্রেমের অনুভূতি।

আমরা ছোট থেকে যেসব ছবি দেখে বড় হয়েছি, বা যেসব দেখে প্রেমের অনূভূতি মনের মধ্যে গেথে রয়েছে, সে সব থেকে বহু আলাদা ছবি, এই ইমতিয়াজের। যার প্রমাণ তামাশা, রকস্টার, জব ইউ মেটের মতো সব ছবি। তবে হ্যা এই যে লাভ আজ কাল ছবি, যা আগেও ইমতিয়াজের পরিচালনায় করা হয়, যার মধ্যে অভিনয় করে সারার বাবা সইফ আলী খান, ও দীপিকা পাডুকোন।

সেই ছবি সাফল্যমন্ডিত হওয়ার পরেই, এই ছবি নিয়ে আসছে ইমতিয়াজ আলী। এখন অপেক্ষায় সবাই, আগের থেকে কতটা ভালো হয় এই ছবি। তাছাড়া এই ছবিতে নতুন জুটি দেখার জন্যও মুখিয়ে আছে সমস্ত দর্শক। কারণ সারা ও কার্তিককে নিয়ে যে রব উঠেছিল, এবার তা যেনো রিয়েল লাইফের বেড়াজাল ভেঙ্গে রিল লাইফে পদার্পণ করেছে।

তো তারা এখন সবাই প্রমোশনে ব্যস্ত। তো এক প্রমোশনে গিয়েই তারা ঘটালো এক কান্ড। আমেদাবাদে এক প্রমোশনে তারা নাচা শুরু করল, আর তার থেকেও যেটা অবাক করা। সেটা হল কার্তিক সারাকে কোলে তুলে নিয়ে নাচা শুরু করল। আর যা দেখে আরও দর্শক উচ্ছ্বসিত হয়ে উঠলো।

দেখুন সেই ভিডিও

https://www.instagram.com/p/B8N-YpIpqNy/?utm_source=ig_embed

পিবিএ/এমআর

আরও পড়ুন...