
সারাদিন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চর-দ্বীপচর ঘুরে গবাদিপশু ঘাস কেটে বস্তায় ভরে এবং ভেঙ্গে থাকা গাছের ডাল-পালাগুলো কুড়ান। দিন শেষে বিকালে পারাপারের জন্য নৌকার অপেক্ষায় ঘাটে অপেক্ষায় আছেন কয়েকজন নারী। ছবিটি গাইবান্ধার বালাসিঘাট থেকে তোলা। মঙ্গলবার, ১১ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
