আয় কত সালমানের, ফাঁস করলেন প্রতিযোগী হিমাংশু

পিবিএ ডেস্ক: আবারো বিতর্ক শুরু হয়েছে বিগ বসকে নিয়ে। সালমান খানের রিয়েলিটি শো নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন প্রতিযোগী হিমাংশি খুরানা। সালমানের শো-সহ বসের ঘরের কাজকর্ম নিয়ে রীতিমতো বিস্ফোরণ করলেন পঞ্জাবি গায়িকা। সম্প্রতি হিমাংশির ওই সাক্ষাৎকার বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হতে শুরু করেছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে রয়েছেন হিমাংশি। সেখানে বিগ বসের ঘর এবং সালমান খানকে নিয়ে প্রশ্ন করা হয় তাকে। যার উত্তরে হিমাংশি বলেন, বসের ঘের যা যা হয়, তার পুরোটাই স্ক্রিপ্টেড। বিশেষ করে, সালমান খান যেদিন বসের ঘরে ঢুকে প্লেট পরিষ্কার করতে শুরু করেন, সেই ঘটনাও।

বসের ঘরে ঢুকে প্লেট মাজার জন্য সালমানকে ৬৩০ কোটি দেয়া হচ্ছে। অর্থাত, পুরো শো-য়ের সঞ্চালনার জন্য সালমানকে যে পারিশ্রমিক দেয়া হচ্ছে, কথায় কথায় সেই অঙ্কের কথা জানিয়ে ফেলেন হিমাংশি। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সালমান খান কিংবা চ্যানেল কতৃপক্ষকে।

https://www.instagram.com/p/B67ijVxBu47/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

সম্প্রতি বিগ বস ১৩ চলাকালীন বসের ঘরে ঢুকে পড়েন সালমান খান। প্রতিযোগীদের একটি ঘরে তালা বন্ধ করে রেখে, রান্নাঘরে গিয়ে প্লেট মাজতে শুরু করেন বলিউড ভাইজান। সালমানের ওই কীর্তি দেখে ঘাবড়ে যান প্রতিযোগীরা। বিগ বসের ওই এপিসোড দেখানোর পর শোয়ের টিআরপি বাড়তে শুরু করে। এবার বসের ঘরে সালমানের ওই কাজ নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রতিযোগী হিমাংশি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...