সিলেটে শতাধিক ফেসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

sylet-fensidile-PBA

পিবিএ,সিলেট: সিলেট মহানগরীতে সিএনজি যোগে মাদকের চালান নিয়ে যাবার পথে শতাধিক বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।

আটকৃতরা হল, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের ইন্তাজ আলীর ছেলে সেলিম মিয়া, একই থানার সোনাতলা গ্রামের আপ্তা মিয়ার ছেলে ইমাম ও সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার রহিঙ্গার চর গ্রামের তাজমল আহমদের ছেলে হোসেন আহমদ।

সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির টহল দল ফেনসিডিল সহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার( ৪মার্চ) এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা পিবিএকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র কোতোয়ালী মডেল থানাধীন নবাব রোডস্থ বিদ্যুৎ অফিসের সামনে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নূরে আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স সহ উক্ত স্থানে সোমবার রাতে যানবাহন তল্লাশীকালে ১০০(একশত) বোতল ফেনসিডিল (মাদকদ্রব্য) সহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া তল্লাশীকালে ফেনসিডিল বহনকারী সিএনজি সিলেট- থ-১২-৫৮৪৯ গাড়ীটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আটককৃতদের মধ্যে প্রধান আসামী সেলিম মিয়া ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি সিলেট এসএমপির কোতোয়ালী মডেল থানায় ও চলতি বছর ২৩ জানুয়ারী এসএমপির জালালাবাদ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত দুটি মামলার এজাহার ভুক্ত আসামী।

পিবিএ/এইচএসএ /এফএস

আরও পড়ুন...