সেক্সি রূপে উষ্ণতা ছড়ালেন রিয়া সেন, (ভিডিওসহ)

 

পিবিএ,বিনোদন: সেক্সি ভিডিও আপলোড করে ফের সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন বঙ্গতনয়া রিয়া সেন। তার আরেকটি বড়ো পরিচয় হলো অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের মেয়ে। তিনি এখন সিনেমা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ। সবসময় বিভিন্ন রঙের পোশাক পরে তিনি ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে, এবার ফের ঝড় তুললেন উত্তেজক ভিডিও পোস্ট করে।

কিছুদিন আগেই উত্তেজক ও সাহসী ভিডিও পোস্ট করে নজর কেড়েছেন তিনি। এবারও ফের একবার সকলের স্পটলাইট টেনে নিলেন নিজের দিকে। ৩৯ বছরে পা দিলেও তাকে দেখে বোঝা মুশকিল যে তার বয়স এত হয়ে গিয়েছে। এখনো ছিমছাম চেহারায় তাকে আকর্ষণীয় দেখায়। বলিউড, টলিউড ছবিতে একসময় চুটিয়ে অভিনয় করেছেন এক সময়। কিন্তু এখন সিনেমা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানের সংখ্যা কম নয়।

এবার ফের তিনি সেক্সি ও বোল্ড লুকে ভিডিও শেয়ার করলেন সকলের সাথে। এই ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে ভিড় উপচে পড়ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। নিজের ইনস্টাগ্রামে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি, ছোট ছোট টুনি বাল্বে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি, সেই টুনি বাল্বকে বোল্ড আন্দাজে নিজের শরীরে রাব করছেন অভিনেত্রী।

লকডাউনের কারণে তিনিও গৃহবন্দি অবস্থায় পড়ে আছেন, সময় কাটানো বেশ মুশকিল হয়ে পড়েছে, এরই ফাঁকে নতুন ভিডিও নিয়ে হাজির বঙ্গ ললনা। দেখুন উত্তেজনা সৃষ্টি করা ভিডিও যা দেখে কুপোকাত নেট দুনিয়া।

দেখুন সেই ভিডিও

https://www.instagram.com/p/CAC0BLep-z6/?utm_source=ig_embed

আরও পড়ুন...