সেতুমন্ত্রীর ভাইকে মুঠোফোনে হুমকি, থানায় জিডি

absul-kader-mirja

রহমত উল্যাহ,কোম্পানীগঞ্জ, নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৮টা ২০ মিনিটে একটি নম্বর (০১৩০৬৯৮২০৩৭) থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। কলটি রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি তাকে নোয়াখালীর ডিসি পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, অসংলগ্ন কথাবার্তা ও হুমকি প্রদান করেন। পরে বিষয়টি সন্দেহজনক হলে তিনি ঐ ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলে কলটি কেটে দেয়।
এই ঘটনায় বুধবার (১০ এপ্রিল) দুপুরে আব্দুল কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উল্লেখ্য, আব্দুল কাদের মির্জা বর্তমানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসককে অবহিত করলে উল্লিখিত নম্বরটি তার নয় বলে জানান এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

 

পিবিএ/হক

আরও পড়ুন...