সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারিনি: তামিম

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে এরই মধ্যে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। তবে সেখানে প্রস্তুতিটা ভালো হয়নি তামিম ইকবালের দলের।

মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়াডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে শুক্রবার (৫ মে) প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম টাইগার্সের। কিন্তু বৃষ্টি বাধায় সেটি সম্ভব হয়নি।

রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘এসব জিনিস (আবহাওয়া) তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারিনি। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যেন ভালোভাবে তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা।’

চেমসফোর্ডের উইকেট নিয়ে তিনি বলেন, ‘ওই মাঠে (চেমসফোর্ড) আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত ও বর্তমানের খেলাগুলো দেখে ওইটুকু তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’

মাঠের অনুশীলন না হলেও তামিম মানছেন মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ। টাইগার দলপতি বলেন, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি। কারণ, ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে।’

আরও পড়ুন...