
মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবের ঘরোয়া ক্লাবের সঙ্গে রেকর্ড মূল্যে চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী মৌসুমেই দেশটির শীর্ষ একটি ক্লাবের জার্সিতে মাঠে নামবেন এ ফরোয়ার্ড।
সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তিতে’ সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন মেসি। এরই মধ্যে চুক্তি হয়ে গেছে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, ‘৫২২ মিলিয়ন চুক্তিতে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখাতে যাচ্ছেন মেসি।’
এর আগে ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো দাবি করেন, ‘মেসিকে পেতে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল-হিলাল।’
এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির আবারো দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন তাদের ভক্তরা।
আগামী জুনেই ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
মূলত অনুমতি না নিয়ে সৌদিতে সফর করায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। এরপর থেকেই গুঞ্জন রটে যায়, সৌদি ক্লাবেই পাড়ি জমাচ্ছেন মেসি। এজন্য নাকি ওই সফরে স্ত্রী-সন্তানদের নিয়ে নানা সুযোগ সুবিধা ও বাড়ি দেখে এসেছেন তিনি।
অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সৌদি ক্লাব আল-হিলালেই পাড়ি দিচ্ছেন সময়ের সেরা ফুটবলার মেসি। এখন শুধু সৌদি ক্লাবে আনুষ্ঠানিকভাবে অভিষেকের অপেক্ষা এলএমটেনের।
উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে রেকর্ড ট্রান্সফার ফিতে আল-নাসরে নাম লিখিয়েছিলেন পর্তুগিজ তারকা রোনালদো।