পিবিএ,নাটোর : নাটোরের গুরুদাসপুরে প্রকাশ্যে স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মো.রমজিত আলী(২৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত আসামী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর নতুন পাড়া গ্রামের মো.মহরম আলীর ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, শনিবার সকালে তিনটি মেয়ে নাজিরপুর বাজারের তিন রাস্তার মোড় দিয়ে স্কুলে যাচ্ছিল।
সেই সময় অভিযুক্ত আসামী রমজিত তাদেরকে প্রকাশ্যে শ্লীলতাহানীর চেষ্টা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনা জানার পরপরই পুলিশকে ফোন দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আসামীকে আটক করে।
পিবিএ/এনএইচএন/আরআই