হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে খেলছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থায় নেই আইরিশরা। তবে এদিন প্রথম সেশনটা হতাশায় কাটিয়েছে সাকিবের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (লাঞ্চ বিরতি) আয়ারল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ৯৩ রান। অল আউট হওয়ার আগে ৩৬৯ রান করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান করা আইরিশরা পিছিয়ে আছে ৬২ রানে।

১২৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামে আইরিশরা। প্রথম ঘণ্টায় সাকিব-তাইজুলদের স্পিন আক্রমণ ভালোভাবেই সামলান হ্যারি টেক্টর ও পিটার মুর।

এ অবস্থায় আক্রমণে শরিফুল ইসলামকে নিয়ে আসেন সাকিব। প্রথম ডেলিভারিতেই মুরকে ফেরান তিনি। এ ব্যাটার করেন ১৬ রান। সেশনে বাংলাদেশের সাফল্য এই একটিই ছিল। ফলে দুর্বল আইরিশদের বিপক্ষে এমন একটি সেশন টাইগারদের জন্য হতাশার ছিল।

প্রথম সেশনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন টেক্টর ও লরকান টাকার। এ দুই ব্যাটার যথাক্রমে ৪৩ ও ২৪ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন...