১২ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে সিরাজগঞ্জ

সোহাগ লুৎফুল কবির, পিবিএ, সিরাজগঞ্জ: বার ঘন্টার বেশি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে সময় লেগেছে। যাত্রীরা জানান, আধা ঘণ্টা দেরিতে হলেও গতকাল বিকেল সারে পাঁচটায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে রওনা দেয়। প্রায় প্রতিটি স্টেশনেই প্রায় দুই -আড়াই ঘন্টা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের অপেক্ষা করতে হয়েছে। যমুনা সেতুতে ডাবল ট্রেন লাইন না থাকায় উত্তরবঙ্গ থেকে যাওয়া বা আসার জন্য ট্রেনের সিগন্যালে পরতে হয় প্রতি নিয়েত।

ট্রেনের আরেক যাত্রী শহরের পুরাতন পোস্ট অফিস রোডের নিবাসী রাকিবুল হাসান খান অভিযোগ করে বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কর্তব্যরত টিটি থেকে রেলের পুলিশ লোকাল ট্রেন বানিয়ে ফেলেছে। এসি বগি ব্যতীত বিনা টিকিটে অতিরিক্ত যাত্রী বহন থেকে শুরু করে হকার্স হিজরা আর ভিক্ষুক এই ট্রেনকে ধ্বংস করে ফেলছে। তিনি প্রথম শ্রেণীর পৌরসভার ঐতিহ্যবাহী বাজার স্টেশনকে আরো উন্নত ও সেবার মান উন্নীত করার জন্য কতৃপক্ষের কাছে অনুরোধ করে বলেন শহীদ মনসুর আলী স্টেশনের মতো এখানেও ডিজিটাল টিকিট সিস্টেম দাবি করেন এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সেবার মান উন্নীতর জন্য জোর দাবী জানান।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের কারনে ঢাকাসহ উত্তরবঙ্গের রাজশাহী, খুলনা ও রংপুর লাইনের সকল ট্রেনের প্রায় সারে তিন ঘন্টা বিপর্যয় ঘটে। এর ফলে প্রায় সারে ১২ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জ বাজার স্টেশনের পৌঁছায়।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলি খান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়েই দুপুর ১টা ২০ মিনিটে লাইনচ্যুত হয় পরে সারে ৩ ঘন্টা পর এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে উত্তরবঙ্গের দিকে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে যায়। এ কারণেই সকল ট্রেনের বিপর্যয় ঘটেছে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে টিকিট মাস্টার আনিসুর জামান জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে কখন ছেড়েছে আমার জানা নেই তবে ট্রেনটি আজ শনিবার (১০ আগস্ট) ভোর পাঁচটায় এসে পৌঁছেছে।

পিবিএ/কবির/জেডআই

আরও পড়ুন...