
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এর মধ্য দিয়ে অনেকটা হঠাৎ করেই দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনে ফেললেন টাইগারদের সাবেক এ দলপতি।
বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে এ সিদ্ধান্ত জানান তামিম। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’
দীর্ঘ ১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারে বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তামিম। ওপেনিং পজিশনে ক্যারিয়ারের প্রায় সবটুকু সময়ই নিজের স্থান ধরে রেখেছেন তিনি। দলের দুঃসময়ে ব্যাট হাতে দলকে বিপদমুক্তও করেছেন বহুবার। দীর্ঘ এই আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে তামিম বাংলাদেশকে দিয়েছেন অনেক কিছুই।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এতে ২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে তামিমের শতক রয়েছে ১৪টি, যেখানে অর্ধ-শতক ৫৬টি।
টেস্ট ক্রিকেটেও বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন তামিম। ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০তে ৭৪ ম্যাচে ১৭০১ রান করেছেন তামিম। টি-২০তে টাইগারদের পক্ষে একমাত্র শতক রয়েছে এই তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি।