পিবিএ,সুনামগঞ্জ: বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল ভারতীয় গাজার চালান সহ মিষ্টার আলী নামের এক মামদ ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার জেলার তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত থেকে ওই মামদ ব্যবসায়ীকে আটক করা হয়।
সে উপজেহলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। শনিবার বিকেলে বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার জানায়, উপজেলার চারাগাঁও বিওপির বিজিবি টহলদল সীমান্তের লালঘাট নামক এলাকা থেকে তিনটি পৃথক পুটিলিতে রাখা ব্যাগভর্তি ১ কেজি ভারতীয় গাজা সহ শনিবার দুপুরে মিষ্টারকে আটক করে।
পরবর্তীতে আলামতসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম যুগান্তরকে বলেন, সীমান্তবাসীর দেয়া তথ্যের ভিওিতে বিজিবিকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। সীমান্তবাসী এভাবে ধারাবাহিকভাবে তথ্যদিয়ে বিজিবিকে সহযোগীতা করেন তবে আমার বিশ্বাস মাদক সহ যে কোন ধরণের অপতৎরতা রোধ করে গোটা সুনামগঞ্জ সীমান্ত চোরাচালান মুক্ত হয়ে এক সময় ‘আলোকিত সীমান্ত’ গড়ে উঠবে।
পিবিএ/হাবিব সরোয়ার আজাদ/বিএইচ