শিবপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীসহ নিহত ৪

পিবিএ, নরসিংদী: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছে আরো ৪জন।
শুক্রবার দিবাগত রাত ৩ টায় উপজেলার কারারচর মদিনা জুট মিলস এর পাশে বাস প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটানা ঘটে বলে জানান পুলিশ। নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নরসিংদীর দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম পিবিএকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী জানায় মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকার যোগে সিলেট থেকে ঢাকা ফিরছিলেন। প্রাইভেটকারটি কারারচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়। আহত অবস্থায় বাস ও প্রাইভেটকারের ৫ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১ জন মারা যায়। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর নরসিংদী ও শিবপুরের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী।
#
পিবিএ/খন্দকার শাহিন/বাখ

আরও পড়ুন...