পিবিএ,রংপুর: পুলিশের চোখ ফাঁকি দিয়ে রংপুর কাউনিয়া থানা থেকে ৪শ গজ দূরে প্রায়ই বসতো মিনি ক্যাসিনোর আসর। গোপন সংবাদের সুত্র ধরে গত বুধবার দিবাগত রাতের সাড়ে ৯টার দিকে কাউনিয়া থানা পুলিশ সেখানে হানা দেয়। বেরিয়ে আসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তাসহ ১২জনের একটি ক্যাসিনোর টিম। পুলিশ জানায়, কাউনিয়ার বাস স্ট্যান্ড সংলগ্ন পানিপট্রির একটি ঘরে প্রায়ই পুলিশের চোখ ফাঁকি দিয়ে জুয়ার আসর বসায়। গভীর রাত পর্যন্ত সেখানে জুয়া চলে। এমন খবর পাওয়া মাত্রই আমরা সেখানে অভিযান চালাই।
এসময় আমরা জুয়ার সরঞ্জামসহ ১৬৪৫ টাকা নগদ উদ্ধার এবং ১২জনকে গ্রেফতার করতে সক্ষম হই। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিজ এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন, এসআই আজমলসহ সঙ্গীয় ফোর্স। পরে গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের করা হয়। মামলা নং ১৫,২৩/১০/২০১৯ইং। এরপর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম সর্দার বলেন, আসামীদের হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো হুমায়ুন কবীর(৪৫), আব্দুল গফুর (৪০)আফাজুল ইসলাম(৪৫) মমিনুল ইসলাম(৪০) নিরঞ্জন চন্দ্র(৩৫) অমল চন্দ্র (৩৮) এনামুল হক(৪২) মোফাজ্জল(৪২) তারিকুল (৪০) আরিফুল (৩৮) আব্দুর রহিম (৪০) ও আতাউর রহমান শাহিন(৪৮)। এদের মধ্যে আব্দুর রহিম ও তারিকুল ইসলাম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা।
পিবিএ/রানা চৌধুরী/বিএইচ