পিবিএ ডেস্ক: আরও এক ধামাকা সোশ্যাল মিডিয়ায় দুরন্ত নাচে ফেসবুকে ভাইরাল হয়েছেন এক সুন্দরী৷ তাঁর সাবলীল ভঙ্গিতে নাচ রীতিমত এক ভাললাগার সঞ্চার ঘটিয়েছেন তিনি৷ উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণ করেছেন তিনি৷ ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশনের এক পরিচিত মুখ৷
https://www.facebook.com/IamAnjanaSingh/photos/a.654065534632925/2515600358479424/?type=3&theater
২০১৭ সালে তিনি আইবিএফএ-এর মোস্ট পপুলার অভিনেত্রীর সম্মানে ভূষিত করা হয়েছে ৷ অঞ্জনা সিং সেরা সহ অভিনেতর পুরস্কার পেয়েছেন সবরঙ ছবির জন্য ৷ তিনিই একটি ভিডিওতে নেচে তুফান তুলেছেন ৷ মাত্র কয়েকদিন আগে ফেসবুকে একটি ভিডিও শোর করেঠেন যেখানে দুরন্ত নেচে সবাইকে মাত করেছেন অঞ্জনা ৷
অনেকেই আছেন যিনি অভিনয় খুব ভাল করে করেন তিনি অন্যদিকে মন দেননা ৷ অভিনয়ের দিকে নজর থাকে তাঁর সর্বত্র ৷ তবে অঞ্জনা সেই দলে পড়েন না তিনি অভিনয়র সঙ্গে সঙ্গে ভাল নাচতে পারেন ৷ তাঁর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলকালাম সৃষ্টি করেছে৷
পিবিএ/বিএইচ
https://www.facebook.com/IamAnjanaSingh/videos/548784095883571/