পিবিএ ডেস্ক: নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিতর্কিত ছবি এবং ভিডিও পোস্ট করে ফ্যানদের সবসময় ফ্রেশ রাখতে ভালোবাসেন শার্লিন চোপড়া। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খুব স্বল্প দৈর্ঘ্যের ড্রেসে দেখা যায় শার্লিনকে। শুধু ড্রেস নয় পাল্লা দিয়ে তার লাস্যময়ী শরীরের আবেদন ও এককথায় চোখ পড়ার মতো।
https://www.instagram.com/p/B4SF5W4hobE/
তার ভিডিও দেখে স্বাভাবিক ভাবেই উত্তেজিত হয়ে পড়ে তার ফ্যানেরা অন্যদিকে বদনাম করার মানুষ ও প্রচুর আছে। সেদিকে অবশ্য কান না দিয়ে শার্লিন জোরকদমে নিজের একটি এপ্লিকেশনের প্রমোশন করে যান সোশ্যাল মিডিয়াতেই। আর এই প্রমোশন করতে গিয়েই তিনি এমন কিছু ভিডিও পোস্ট করেন যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এবং যেগুলি মূলত ১৮+ কন্টেন্ট।
https://www.instagram.com/p/B5AiPD0BnY2/
এতদিন বৃষ্টিতে ভিজে বা বাথটাবে শুয়ে নিজের সোলো ভিডিও বানাতেন শার্লিন। তবে সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে আর তিনি এক নেই তাঁর সঙ্গে রয়েছে আরো একজন এবং দুজনে ক্যামেরার সামনে মেতে উঠেছে আদিম খেলায়। এই ভিডিওতে শার্লিনকে টপলেস হয়েও দেখা গেছে।
পিবিএ/বিএইচ