পিবিএ ডেস্ক: ‘ক্রুক’এর নেহা শর্মাকে মনে আছে? অভিনেত্রী হওয়ার পাশাপাশি নেহা একজন সফল মডেল। বলিউডে বেশ কিছু ছবি করলেও সেরকম ভাবে সফল হয়ে নিজের কেরিয়ার গড়ে উঠতে পারেননি ইমরান হাশমির এই নায়িকা তবে নেহার মন ভোলানো লুকে পাগল আট থেকে আশি অনেকেই। বলিউডের লাইম লাইটের নীচে খুব বেশি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে এক্টিভ নেহা।
নিত্যনতুন পোস্ট দিয়ে একটা বেশ ভালো ফ্যানবেস তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি নেহা ঘুরতে গেছেন হাওয়াই তে এবং সেখানে গিয়ে নিজের ছবি পোস্ট করেছেন নিজের ইন্সটা হ্যান্ডেলে। দেখতে না দেখতে পাঁচ লক্ষের ও বেশি লাইক পড়ে গেছে এই ছবিটিতে। বহু মানুষ এই ছবিতে পজিটিভ কমেন্ট করে নেহার পাশেও দাঁড়িয়েছে।
পিবিএ/বিএইচ
https://www.instagram.com/p/B5RnoSQg_RL/?utm_source=ig_embed