পিবিএ ডেস্ক: ভারতের বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত তারকা সংগীতশিল্পী নেহা কক্কর। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে তাঁর জাদুকরি কণ্ঠ, হৃদয়ছোঁয়া গান। নতুন গান থেকে শুরু করে সাবেক প্রেমিক হিমাংশ কোহলি—ভক্ত-অনুরাগী প্রতিনিয়ত তাঁর আপডেট শোনার অপেক্ষায় থাকেন। আর সাম্প্রতিক খবর শুনলে আপনি উত্তেজিত না হয়ে পারবেন না।
কী সেই খবর? বলছি। যদি সেটা নেহা কক্করের বিয়ের প্রসঙ্গে হয়, কী অনুভূতি হবে আপনার? লাখো মানুষের হৃদয় ভাঙবে, লাখো মানুষ শুভেচ্ছায় ভাসাবেন। হ্যাঁ, এবার নেহার বিয়ের খবর বলছি!
নেহা কক্করকে এখন জনপ্রিয় গানভিত্তিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের একাদশ মৌসুমের বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বিয়ে করতে চলেছেন নেহা। সেই ভিডিও যথারীতি ভাইরাল।
কিন্তু কে তাঁর বর, সে খবর শুনতে চাওয়ার আগে পুরো ঘটনা জানুন। এবার ভিডিও সম্পর্কে খুলে বলা যাক। ভিডিওটি ইন্ডিয়ান আইডলের সেটের। শিগগিরই সম্প্রচার হবে এই শোর বিশেষ এপিসোড ‘শাদি স্পেশাল’, যেখানে কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে নিমন্ত্রণ করা হয়।
https://www.instagram.com/p/B6M6SAshHRR/
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদন আরো জানায়, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সবুজরঙা লেহেঙ্গা পরে আছেন নেহা কক্কর। জড়িয়েছেন রুপার গয়না। পেছনে আরেক বিচারক বিশাল দাদলানি, তাঁকে বেশ শান্ত দেখাচ্ছে। এর পরেই উঁকি দিতে দেখা যাচ্ছে সংগীতশিল্পী হিমেশ রেশমিয়াকে। হিমেশ সকলের উদ্দেশে বলছেন, বিয়ে করতে চলেছেন নেহা। সঙ্গে সঙ্গে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়ে নেহা হেসে বলেন, ‘আজ আমার বিয়ে।’ তখনই বিশাল বলে ওঠেন, ‘মুবারক হো, মুবারক হো।
আসন্ন এপিসোডে নেহাকে জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’ গাইতে দেখা যাবে। আর সবাই ভালো করে জানেন, তাঁর জাদুকরি সুরে মোহিত হবে উপস্থিত দর্শক।
যা হোক, কিছুদিন আগে নেতিবাচক খবরে শিরোনাম হয়েছিলেন নেহা কক্কর। কমেডিয়ান গৌরব গেরা ও কিকু সারদা তাঁর উচ্চতা ও লুক নিয়ে ঠাট্টা করেছিলেন। পরে অবশ্য ক্ষমা চান গৌরব। তবে বোনকে এভাবে প্রকাশ্যে অপমান করায় খেপেন নেহার ভাই টনি কক্কর। টনি বলেন, যেসব মানুষ এ ধরনের নেতিবাচক মানসিকতার ও অপমানকর মন্তব্য করেন, তাঁদের জন্য লজ্জা হয়। টনি আরো বলেন, তিনি কৌতুক ভালোবাসেন, তবে এ ধরনের মন্তব্য খুবই বাজে।
https://www.instagram.com/p/B6NIjo7BAx2/
‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের দায়িত্বে রয়েছেন নেহা কক্কর। তুমুল দর্শকপ্রিয় এই আয়োজনে আলাপচারিতায় প্রায়ই তাঁর ব্যক্তিগত বিষয়াদি উঠে আসে। সম্প্রতি প্রেমিক হিমাংশের সঙ্গে বিচ্ছেদের পর কাঁদতে দেখা গিয়েছিল নেহাকে। কিছুদিন আগের একটি পর্বে প্রতিযোগী আজমত হুসাইনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। সেখানে বিস্ফোরক তথ্য দেন নেহা। তিনি বলেন, হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকুও হারিয়ে ফেলেছিলেন। তাঁর মনে হয়েছিল, জীবন তাঁর প্রতি বড় বেশি অবিচার করছে। যা হোক, সেই অবস্থা কাটিয়ে উঠেছেন কোটি মানুষের প্রিয় শিল্পী।
একের পর এক হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা তু’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে নতুন গান ‘সরি’। এ গানটিও তুমুল জনপ্রিয় হয়েছে।
পিবিএ/বিএইচ