মেয়ের সঙ্গে মাঝরাতে তুমুল নাচ ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: ঘড়ির কাটা বলছে মাঝরাত পরিয়েছে… পরনে কালো গাউন, মাথার চুলে টপনট করে খোপা বাঁধা, মেক-আপের ছিটেফোঁটা নেই… এক্কেবারে ক্যাজুয়াল লুক-এ ফ্রেমবন্দি বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ব্যাকগ্রাউন্ডে চলছে কার্তিক আরিয়ান, ভূমি ও অনন্যা অভিনীত, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পতি পত্নী অউর ও’-র সুপারহিট গান ‘ধীমে ধীমে’। গানের তালে তুমুল নাচছেন অপরাজিতা । সঙ্গী প্রিয়াঙ্কা, অপরাজিতার অনস্ক্রিন কন্যা।

‘রিল লাইফ’-এর মা- মেয়ে অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ‘মা’ ধারাবাহিকে দেখা মিলেছিল এই সুপরার-ডুপারহিট মা-মেয়ে জুটিকে। ইনস্টাগ্রামে নাচের ভিডিওটি শেয়ার করেছেন খোদ অপরাজিতা আঢ্য। ক্যাপশনে লিখেছেন, ” মাঝরাতে আমার ছোট্ট মেয়েটার সঙ্গে তুমুল মজা!’ ভিডিওটি এই মুহূর্তে নেট দুনিবা কাঁপিয়ে দাপিয়ে বেরাচ্ছে! অপরাজিতা, প্রিয়াঙ্কার নাচের ব্যাপক প্রশংসা করেছেন নেটিজেনরা।

পিবিএ/বিএইচ

https://www.instagram.com/p/B4vMXaqAs3f/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

আরও পড়ুন...