মোদীর মোমবাতি জালিয়ে নয়, আহার জোটে শরীর বেঁচে স্বস্তিকা

পিবিএ ডেস্ক: করোনাভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ৫ এপ্রিল আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ৯টায় জাতির উদ্দেশে দেওয়ায় ভিডিয়ো বার্তায় এমনই আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী তার বক্তব্যে ১৩০ কোটি দেশবাসীর কথা উল্লেখ করলেও সেখানে ছিলো পক্ষপাতিত্ব। গরিব, দিন আনে দিন খায় যারা এসব মানুষ কিভাবে চলবে সেবিষয়ে আলোকপাত করেননি প্রধানমন্ত্রী। টাকা, খাবার নেই যাদের তাঁরা কীভাবে মোবাইলের আলো জ্বালবেন সে প্রসঙ্গও তোলেননি তিনি।

নরেন্দ্র মোদীর এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন,’দেশবাসীকে একত্রিত হয়ে করোনামুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু যাঁদের বাঁচবার সামান্য রসদটুকুও নেই তাঁরা কী করেই বা মোবাইলের আলো জ্বালবে? মোমবাতি জ্বালবে। ও..যৌনকর্মীদের বেঁচে থাকার জন্য শুধু সেক্সটাই তো প্রয়োজন’।

তার এই লিখার সাথে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন স্বস্তিকা। ছবিতে দেখা যায় সোনাগাছির বাসিন্দা রিঙ্কি, টিনিদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তিন সন্তান নিয়ে তারা ১০০ ফুটের একটি বেঞ্চে দিনযাপন করছেন। সেখানেই পালা করে ঘুমোচ্ছে তারা। লকডাউনের কারণে তাঁদের খাবার, জল কিছুই জোটেনি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...