পিবিএ, সেনবাগ(নোয়াখালী) : নোয়াখালী সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে জ্বর,শর্দি কাশিতে বুমি ও শ্বাস কষ্টে মৃত্যু বরণকারী আলী আক্কাস (৪৫) এর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
বিষয়টি বুধবার রাত সাড়ে ১১ টার সময় নিশ্চিত করেছের সেনবাগ উপজেলা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচপিও) ডাক্তার মতিউর রহমান।
গত ১৩ এপ্রিল রোববার রাত ১১ টার দিকে আলী আক্কাস তার উন্দানিয়া নিজ বাড়িতে মারা যায়। আলী আক্কাস ওই গ্রামের মৃত আবদুল গোফরানের ছেলে। ছেলে সে পেশায় রাজ মেস্ত্রীর হেলপার ছিল।
আলী আক্কাস এরআগে ৯ এপ্রিল থেকে অসুস্থ ছিল।
এছাড়াও সেনবাগ হাসপাতালের আইসোলেটেড ইউনিটে ভর্তি থাকা একই ইউপির মজিরখিল গ্রামের মজুমদার বাড়ির ফজলুল হক করোনার নমুনা পরীক্ষায় সংক্রমিত নয় বলেও নিশ্চিত করেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের( ইউএইচপিও) ডাঃ মতিউর রহমান।
এব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান,তাদের তিন বাড়ির লকডাউন অব্যহত থাকবে।
পিবিএ/ মোঃ জাহাঙ্গীর আলম/মোআ