পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব শুরু হয়ে গেছে। সন্ধার পর থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। ধীরে ধীরে বাড়ছে এর গতিবেগ। একই সঙ্গে উপকূলীয় এলাকায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। বৃষ্টি হচ্ছে তুমুল।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে পটুয়াখালীর প্রশাসন। জেলার দুর্গত মানুষের আশ্রয়ের জন্য ৭৫০ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এছাড়াও সকল বিদ্যালয়সমূহ আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এ জেলায় ৩২৫ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং সিভিল সার্জন অফিসে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ইতিমধ্যে পটুয়াখালী উপকুলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।
পিবিএ/বিএইচ