কালাচাঁদপুরে গারো কিশোরীকে ধর্ষণ করেছে গৃহকর্তা

rape
পিবিএ ঢামেক: রাজধানীর গুলশান কালাচাঁদপুরে ১৬ বছর বয়সি এক গারো গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১৩ ফ্রেরুযারী) সকালের দিকে কালাচাঁদপুরের একটি বাসায় সে ধর্ষণের শিকার হয়। পরে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্ত্রী নিজেই জানান, তার স্বামীর নাম ইউসুফ (৪৫)। একটি বেসরকারি কোম্পানিতে চাকরী করে সে। কালাচাঁদপুরের তাদের ভাড়া বাসায় গত মাসের ২৬ তারিখ গৃহকর্মীর কাজে আসে ওই গারো কিশোরী।
শেরপুর ঝিনাইগাতি গ্রামের বাড়ি থেকে চাচাতো বোনই ওই কিশোরীকে ঢাকায় এনে ওই বাসায় কাজে দেয়।
ধর্ষণের শিকার ওই কিশোরীর বরাত দিয়ে চাচাতো বোন জানান, আজ সকালে গৃহকর্ত্রী বাসার বাইরে থাকায় গৃহকর্তা ইউসুফ ওই কিশোরীকে মুখ চেপে জোড়পূর্বক ধর্ষণ করে। পরে জানতে পেরে গৃহকর্ত্রী নিজেই তাকে হাসপাতালে নিয়ে আসেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে, মামলা প্রক্রিয়াধীন।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...