এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার): পেকুয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাহার উদ্দিন (৩০) নামের এক লবণ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ১৭ ফ্রেবুয়ারী সকাল ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বাঘগুজারা সাকুর পাড় এলাকায় এঘটনা ঘটে। নিহত বাহার উদ্দিন সাতকানিয়া ১৬ নং সদর ইউনিয়ন এলাকার ৭নং ওয়ার্ডের মৌলানা আকবরের পুত্র। এ ঘটনায় তার সাথে থাকা মটরসাইকেল আরোহী জয়াবুল নামের আরেকজন গুরতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মটরসাইকেলে করে দুই যুবক বাগগুজারা সাকুর পাড় এলাকায় আসলে পেছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক মটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
ঘটনাস্থলে বাহার উদ্দিনের মৃত্যু হয়। জিয়াবুল নামের আরেকজন গুরতর আহত হয়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করান। পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার
করে ময়না দতন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। হতাহত দুজনেই লবণ ব্যবসায়ী তারা ব্যবসার উদ্যেশ্যে পেকুয়া মগনামায় আসছিলেন বলে জানা গেছে।পেকুয়া থানার অফিসার ইনচার্জ
(ওসি) জাকির হোছাইন ভুঁইয়া বলেন, আমরা ঘাতক ট্রাকটিকে আটক করেছি নিহতের স্বজনদের সাথে কথা বলে বাকি আইনী ব্যবস্থা নিব।
পিবিএ/এফএমএস/ জেডআই