
সীমান্তে জ্ঞানের প্রদীপ! প্রতিদিন প্রায় গড়ে ৭০-৮০ জন বইপ্রেমী শিশু-কিশোর, তরুণ, যুব ও বয়োবৃদ্ধারা নিরিবিলি মনোরম পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত নান্দনিক উন্মুক্ত পাঠাগারে ফ্রি বই পড়েন। স্থানীয় যুবক আলমগীর কবির নিজ পৈতৃক সম্পত্তিতে স্থাপন করেছেন মজিবুর রহমান স্মৃতি পাঠাগার যার আয়তন ১২০০ স্কয়ার ফিট। ছবিটি নওগাঁ জেলার সীমান্ত ঘেষা ইউনিয়ন আগ্রাদ্বিগুন বাজারে অবস্থিত মুজিবর রহমান স্মৃতি পাঠাগার হতে তোলা। সোমবার, ২০ ডিসেম্বর। ছবি : পিবিএ/রুবাইত হাসান
