
পৌষের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় ঝুঁকছে গবাদিপশু। একটু উষ্ণতার আশায় গরু দুটিকে চটের বস্তায় সযত্নে মুড়িয়ে দিয়েছেন খামারীরা। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা থেকে তোলা। সোমবার, ২৭ ডিসেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
