নাব্যতা সংকটের পরে চরের একমাত্র বাহন হয়ে থাকে ঘোড়ার গাড়ি। তাদের যাতায়াত থেকে শুরু করে মালামালসহ যাবতীয় কাজগুলো বাহন করে ঘোড়ার গাড়ি। তাই ব্রহ্মপুত্র চরে গাঞ্জিয়া ধান কাটার পরে আটিগুলো ঘোড়ার গাড়িতে করে ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের রসূলপুর চর থেকে তোলা। রোববার, ৯ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...