২৭-৪১ : মানব সেবায় নিবেদিত ভূমিহীন রেখা। নিজের সহায় সম্বল বলে কিছুই নেই, সরকারী জমিতে মাথা গোজার ঠাঁই হিসেবে ছোট্ট কুঁড়ে ঘরে তার বসবাস। পথচারী-চালকের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য ভাঙ্গাচুড়া রাস্তা নিজের জমানো টাকায় সংস্কার করেন নির্বাচিত মহিলা মেম্বার রেখা। ছবিটি নওগাঁর বদলগাছীর বিলাশবাড়ী ইউপির দ্বীপগঞ্জ-কোলা সড়কের মেরামত করার সময় তোলা। শনিবার, ১৫ জানুয়ারী। ছবি : পিবিএ/খালিদ হাসান মিলু

আরও পড়ুন...