
নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর চারিদিকে তাকালে শুধুই সবুজের হাতছানি। এ উপজেলার ভেতর দিয়ে বয়ে চলা ছোট আত্রাই নদীর বুক চিরে একসময় বজরা ও পালতোলা বড় বড় নৌকা চলত। কালের পরিক্রমায় সেই নদী এখন আপন স্বকীয়তা হারিয়ে ঋতুভিত্তিক বিভিন্ন ফসলের মাঠে পরিণত হয়েছে। অতি দ্রুত নদী খনন করে এবং নদীর বাঁধ ও স্লুইসগেট খুলে দিয়ে নদীতে দীর্ঘমেয়াদি পানি সংরক্ষণের ব্যবস্থা করা না হলে অদুর ভবিষ্যতে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। তা ছাড়া এ অবস্থা চলতে থাকলে আগামী প্রজন্ম হয়তো জানতেই পারবে না এখানে একটি নদী ছিল। বুধবার, ২ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/মাহবুবুজ্জামান সেতু
