পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের শহরতলীর বিরল উপজেলা এলাকায় কাঞ্চন রেল সেতুর কাছ থেকে আজ শুক্রবার সকালে জাকির হোসেন নামে এক যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
শুক্রবার বেলা ১১ টায় বিরল উপজেলার কাঞ্চন রেলওয়ে ব্রীজের নিচে শুকিয়ে যাওয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হত্যার শিকার জাকির হোসেন দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
বিরল থানার পরিদর্শক গোলাম রসুল কাজল জানান, বেশুক্রবার বেলা ১১ টায় বিরল উপজেলার কাঞ্চন রেলওয়ে ব্রীজের নিচে শুকিয়ে যাওয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে কাঞ্চন রেলসেতুর কাছে নদীর শুকিয়ে যাওয়া অংশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধারালো অস্ত্রের কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের ঘাড়, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর ক্ষত রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। তদন্ত শুরু হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
পরিবার স্বজনরা জানান, গেল রাতে তাকে মোবাইল ফোনের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি জাকির হোসেন। এদিকে হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। স্থানীয় অন্য একটি সূত্রের দাবি, মাদক ব্যবসার জের ধরে ওই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
পিবিএ/এস ইউ/হক