বাঁশঝাড়ের পাশে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃদ্ধ
রাহেলা বেগম

পিবিএ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রজারহাটে বাঁশঝাড় সংলগ্ন পুকুর থেকে বৃদ্ধা রাহেলা বেগম (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বৃদ্ধা রাজারহাট সদর ইউনিয়নের দক্ষিণ প্রানপতি গ্রামের আব্দুল মজিদের মেয়ে। তিনি বিভিন্ন স্থানে রান্নার কাজ করতেন। জানা গেছে, রবিবার সকালে রাজারহাট সদর ইউনিয়নের দক্ষিণ প্রানপতি গ্রামের একটি বাঁশঝাড়ের পাশের পুকুরে ভাসমান লাশ দেখে এলাকাবাসী থানা-পুলিশকে খবর দেয়। পরে রাজারহাট থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, লাশটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এতে তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। থানায় একটি ইউডি মামলা দায়েরর পর মরদেহ দাফন সম্পন্ন করার স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীকে অনুমতি দেয়া হয়েছে।

পিবিএ/ওয়াইএএ/জেডআই

আরও পড়ুন...