
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ। এ টেস্টের দ্বিতীয় দিনে বড় লিডের পথে থেকে চা বিরতিতে গিয়েছে সাকিব আল হাসানের দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৪ রান। এর আগে আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করেছে টাইগাররা। সাকিব আল হাসানের দলের লিড ১০২ রানের।
বুধবার (৫ এপ্রিল) মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতে তৃতীয় ওভারেই মুমিনুলকে হারায় বাংলাদেশ। মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে।
এরপর সাকিবের পাল্টা আক্রমণ ও সাবধানী মুশফিকে প্রতিরোধ করে বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। একই সঙ্গে ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি করেন মুশফিকও।
মধ্যাহ্ন বিরতি থেকে মাঠে ফিরেই ধীরে ধীরে ক্যারিয়ারের ষষ্ঠ শতকের দিকে এগোতে থাকেন সাকিব। তবে ম্যাকব্রিনের বল সুইপ করতে গিয়ে টাকারের হাতে তালুবন্দী হন তিনি। এতে শতকের আক্ষেপ নিয়েই ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফিরতে হয়েছে টাইগার দলপতিকে।
এদিন সাকিব সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও টেস্ট ক্যারিয়ারের দশম শতক তুলে নেন মুশফিক। এ মাইলফলক স্পর্শ করতে ১৩৫ বল খেলেছেন তিনি।
দ্বিতীয় ইনিংসের ৫৮তম ওভারের শেষ বলে বেন হোয়াইটের আউট সাইড অফের ফুল বলে মিড অফে খেলতে চেয়েছিলেন লিটন। তবে টাইমিং ঠিকমতো না হওয়ায় মিড অফে হ্যারি টেক্টরের তালুবন্দী হন তিনি। সাদা পোশাকে বেন হোয়াইটের এটিই প্রথম উইকেট।
এরপর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তাকে সঙ্গী করে ইনিংস লম্বা করতে থাকেন মুশফিক। বর্তমানে মুশফিক ১২৪ ও মিরাজ ১৮ রানে ব্যাট করছেন।